অবিরাম বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। এবার সেই তিস্তার জল ঢুকে নতুন করে প্লাবিত মালবাজারের টটগাঁও গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। তিস্তার জল ঢুকে ওই এলাকার প্রায় ৫০-এরও বেশি বাড়ি জলমগ্ন। ক্ষতিগ্রস্তও হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ও কৃষি জমি। নিজেদের সম্বলটুকু নিয়ে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তাঁদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো সত্বেও ওই এলাকায় বাঁধ নির্মাণ করা হয়নি, বাঁধ থাকলে আজ হয়তো এই পরিস্থিতি হত না।