পূর্বাভাস ছিলই। সেইমতো সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। আকাশ কালো করে ছিল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিকেল ৪ টা নাগাদ আচমকা তুমুল ঝড় শুরু হয়। তার সঙ্গেই ঝেঁপে নামে বৃষ্টি। কিছুক্ষণেপ মধ্যেই বৃষ্টি পরিণত হয় শিলাবৃষ্টিতে। শিলিগুড়ি সহ জলপাইগুড়ি-আলিপুরদুয়াক-কোচবিহার-উত্তর দিনাজপুরের কিছু জায়গায় ভারীত ঝড় বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি শহরের বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। এছাড়াও তার ছিঁড়ে লোডশেডিং হয়ে যায় বহু জায়গায়। আধ ঘন্টা মতো চলে ঝড়-বৃষ্টির তাণ্ডব।