আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ফের 'রাতদখল'-এর ডাক দেওয়া হয়েছিল বুধবার। এবার সেই প্রতিবাদে হামলার অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে। বুধবার কোচবিহারের মাথাভাঙ্গায় প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আচমকা ঘটনাস্থলে তৃণমূল নেতাকর্মীরা হাজির হয়ে আন্দোলনকারীদের মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এবং রাস্তায় তাদের আঁকা ছবি জল ও রঙ দিয়ে মুছে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎ রায়ের দাবি, “এই ঘটনার প্রতিবাদে আমরা ও মিছিল করেছি। আমরাও দোষীদের শাস্তি চাইছি। তবে আন্দোলনকারী যারা ছিলেন ওরা শাস্তি চায় না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। ক্ষমতা দখলের চক্রান্ত করছে। আমরা তার বিরুদ্ধে সরব হয়েছি।” এটিকে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘এই ঘটনায় নিন্দা জানানোর কোনও ভাষা নেই। এই ঘটনার দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’