মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদের পাতে পচা বিরিয়ানি। অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি বয়েজ স্কুলে। ছাত্রদের পচা বিরিয়ানি খাওয়ানোর প্রতিবাদ করেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা। মঙ্গলবার মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অভিযোগ, সেই বিরিয়ানি টক, খাওয়ার অযোগ্য। বিরিয়ানি খেয়ে রীতিমতো বমি করতে শুরু করে কিছু পড়ুয়া। এরপরই বিরিয়ানি বিলি বন্ধ করে দেওয়া হয়। কেউ কেউ আবার বিরিয়ানির প্যাকেট রাস্তায় ছুঁড়ে ফেলাও দেয়। অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা বেজায় ক্ষুব্ধ। শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা স্থল থেকে 1040 জন বেনিফিশিয়ারি পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল প্রদান করেন। তাই পড়ুয়াদের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 1250 প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই বিরিয়ানি খাওয়ার অযোগ্য। পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে কিছু পড়ুয়া। তৎক্ষণাৎ সমস্ত বিরিয়ানির প্যাকেট ফেলে দেওয়া হয়। এই ঘটনায় প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।