পাহাড়ে প্রবল বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় শনিবার সকালে। বিকেলের দিকে ধস সরিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) খোলা হয়েছে। তবে লিকুভির এবং ২৭ মাইলে ওয়ান-ওয়ে যান চলাচল শুরু হয়েছে। শনিবার ভোরে লিকুভিরে ধস নামে। মাটি-পাথর গড়িয়ে পড়ে রাস্তায়। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত হয়। ১০ নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে প্রচুর মানুষ। ধস নামার পরপরই মাটি সরানোর কাজ শুরু করে পূর্ত দপ্তর। তাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। লিকুভির এবং ২৭ মাইলে ওয়ানওয়ে যান চলাচল শুরু করা হয়।