৪ অক্টোবর সিকিমের লোনক লেক ভেঙে তিস্তায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। যার ফলে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় একাধিক জনপদ, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র জাতীয় সড়কটিও। এই সড়কটি অবশ্য তারও তিন-চার দিন আগে একাধিক জায়গায় ধস নেমে নষ্ট হয়ে গিয়েছিল। ধস সরিয়ে রাস্তা মেরামত করে যাতায়াতের কাজ শুরু হলেও মাঝে বিপর্যয়ের কারণে তা বন্ধ ছিল। গত কয়েকদিন ধরে আবহাওয়ার উন্নতি হওয়ায় এর কাজ শুরু হয়েছে দ্রুতগতিতে। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। আজ সামনে এলো তারই ভিডিও। পুজোর এখনো ৪-৫ দিন সময় রয়েছে। তার আগে সম্পূর্ণ না হলেও কিছুটা যাওয়ার মত জায়গা করে দেওয়া যায় কিনা, সে বিষয়ে চেষ্টা করে চলেছে প্রশাসন সেনাবাহিনী ও বর্ডার রোড অরগানাইজেশন।