যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের সমস্ত সিপিআই(এম) পার্টি অফিস ভেঙে ফেলার নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহর। এটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যারা ব্রাত্য বসুর মত ভদ্রলোক-সাংস্কৃতিক জগতের মানুষের ওপর আক্রমণ করে, যারা ২০০৭ সালে আমার বাবার মৃত্যুর ছয় সাত মাস আগে তার ওপর আক্রমণ করেছিল, তাদের কথা এখনো ভুলিনি, তারা যেন সাবধানে থাকে এটা বলেছিলাম এবং এখনও বলছি।” পাশাপাশি তিনি আরোও বলেন, “এরকম একজন ভদ্রলোকের উপর আক্রমণের পাল্টা রিঅ্যাকশনে আরও ভাঙচুর হলে অবাক হওয়ার কিছু ছিল না। ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই অবাক হওয়ার বিষয়।”