গত ১৬ এপ্রিল কোচবিহারের শীতলকুচির সীমান্ত লাগোয়া জমিতে চাষ করতে গিয়েছিলেন। তাঁকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের দুস্কৃতীরা। এরপর বিজিবির হেফাজতে দীর্ঘ ২৯ দিন ছিলেন। বিজিবি ও বিএসএফের আলোচনার পর উকিল বর্মন বাড়ি ফেরেন। তিনি জানান,পরিবারের আর কাউকে জমি চাষ করতে পাঠাবেন না। বাংলাদেশিরা বলছিল মেরে ফেলতে। তবে বিজিবি তাঁকে বাঁচায়।