সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে বিশ্বকর্মা পূজা। কিন্তু তাঁর বাহনকে তো ভুলে গেলে চলবে না। তাই ডুয়ার্সে বিশ্বকর্মা পুজোর দিন বনদফতরের তরফে আয়োজন করা হল হাতি পুজোর। বনকর্মীদের পাশাপাশি এতে শামিল হলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, ধুপঝোড়ো, বুধরাম বিটে হাতি পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি এই পুজো উপলক্ষে কুনকি হাতিদের জন্য আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুও। তিনটি বিটের মোট ২৮ টি হাতিকে ফুল মালা দিয়ে সাজিয়ে, গায়ের ওপর নানান নকশা তৈরি করে এবং তাদের নাম লিখে পূজো করা হয়। দেখুন সেই ভিডিও