পুলিশের পোশাক পরে তোলাবাজির অভিযোগ। সেইসঙ্গে নিজেকে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয়। এই ঘটনায় হুগলির পোলবা থেকে গ্রেফতার দুই ভুয়ো পুলিশ। উদ্ধার হয়েছে পুলিশের পোশাক ও নকল অস্ত্রের খাপ।
জানা যাচ্ছে ধৃত দুই ব্যক্তি ৫০ লক্ষ টাকা দাবি করে। পোলবা থানায় ডিএসপি-ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী জানান, পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা (২৮), বাড়ি বলাগড়ের কুন্তীঘাটে এবং প্রতাপ ঘোষ (৩৬), বাড়ি মগড়ার তালান্ডু মালিপাড়া।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন,কার্তুজের ব্যাগ। মঙ্গলবার রাতে সুগন্ধার একটি কারখানা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পোলবা থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে ওই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় প্রতারণা চালাত। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না। জানা যাচ্ছে, সুগন্ধা দিল্লি রোডের পাশে কারখানা রয়েছে তপন মজুমদারের। সেই কারখানাতে গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় কয়েকবার পুলিশ সেজে গিয়েছিল অভিযুক্তরা। পুলিশের পোশাক পরে কারখানায় ঢুকে কর্মীদেরকে ভয় দেখিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করা, দামি গাড়ির চাবি নিয়ে নেওয়া, সবই করে তারা। এক লক্ষ ৬৫ হাজার টাকা ডিজিটাল মাধ্যম এবং নগদে তাদের দেন ব্যবসায়ী।
ব্যবসায়ী জানান,হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে ছবি দেখিয়ে শাসক দল ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্তরা। টাকা না দিলে ব্যবসা করতে পারবেন না বলেও হুমকি দেওয়া হয় ব্যবসায়ীকে। এরপরই পোলবা থানা বিষয়টি জানতে পারে। মঙ্গলবার রাতে দুই ভুয়ো পুলিশকে গ্রেফতার করা হয়।
রিপোর্টারঃ রাহি হালদার