Advertisement

হাত-পা বাঁধা, পিঠে ছ্যাঁকা, ডোমজুড়ে উদ্ধার ৪ বছরের শিশুর দেহ

হাত পা বাঁধা অবস্থায় ঝোঁপ থেকে উদ্ধার করা হল ৪ বছরের এক শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ দাসপাড়া এলাকায়।

হাত-পা বাঁধা, পিঠে ছ্যাঁকা, ডোমজুড়ে উদ্ধার ৪ বছরের শিশুর দেহহাত-পা বাঁধা, পিঠে ছ্যাঁকা, ডোমজুড়ে উদ্ধার ৪ বছরের শিশুর দেহ
Aajtak Bangla
  • ডোমজুড়,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 5:03 PM IST
  • সকাল সাড়ে ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না
  • পরিবারের লোকজন থানায় মিসিং ডায়েরি করে

হাত পা বাঁধা অবস্থায় ঝোঁপ থেকে উদ্ধার করা হল ৪ বছরের এক শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ দাসপাড়া এলাকায়। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন থানায় মিসিং ডায়েরি করে। পাশাপাশি এলাকার মানুষও খোঁজ চালাচ্ছিল শিশুটির। বৃহস্পতিবার বাড়ির থেকে কিছুটা দূরে ঝোঁপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। আয়ূসের গলায় আঘাতের চিহ্ন ছিল। পিঠে ছিল আগুনের ছ্যাঁকার ক্ষত। তাকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে সেট আঘাতের চিহ্নে স্পষ্ট।

শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির দাবি করছে। এলাকার একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। তাতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলের পিছনে যাচ্ছে ওই শিশু। মৃত শিশুটির পরিবার ও এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এমন নৃশংসভাবে শিশুটিকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement