Advertisement

Nadia Accident: পরপর ৩টে টোটোতে ধাক্কা গাড়ির, নদিয়ায় মৃত্যু ৭ জনের

দোলের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ায়। চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্য়ে ৪ জন মহিলা ও ১ জন শিশু। অন্তত ৮ জন আহত হয়েছেন।

পরপর ৩টে টোটোতে ধাক্কা গাড়ির, নদিয়ায় মৃত্যু ৭ জনের পরপর ৩টে টোটোতে ধাক্কা গাড়ির, নদিয়ায় মৃত্যু ৭ জনের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2025,
  • अपडेटेड 8:57 PM IST
  • আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক
  • মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

দোলের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ায়। চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্য়ে ৪ জন মহিলা ও ১ জন শিশু। অন্তত ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে একটি চারচাকা গাড়ি পর পর তিনটে টোটোতে ধাক্কা দেয়। টোটোগুলি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। ৮ জন আহত হন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে কয়েক জনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ বছরের তাকরিন মল্লিক, ৩০ বছরের সান্তা মণ্ডল, ৩৫ বছরের রহিমা শেখ, ২৬ বছরের পুতুল মল্লিক, ৩৫ বছরের অমিত ঘোষ, ১৬ বছরের রোহন সেখ ও ৩৫ বছরের পারভিন বিবির।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসকে বলা হয়। যদিও বাসের চালক ও কন্ডাক্টর রাজি হননি। এতেই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। বাসে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement