Advertisement

Howrah News: দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, খবর পেয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হাওড়ার গৃহবধূ

স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়ার বাগনানের কানাইপুর এলাকায়।

স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর  খবর পেয়ে আত্মঘাতী হলেন স্ত্রীস্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী
Aajtak Bangla
  • বাগনান,
  • 20 May 2025,
  • अपडेटेड 5:37 PM IST

স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর  খবর পেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে  হাওড়ার বাগনানের কানাইপুর এলাকায়। জানা গিয়েছে বাগনানের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের  কানাইপুর গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রনিকসিয়ান টিঙ্কু প্রসাদ (২৫) সোমবার রাতে বন্ধুদের সঙ্গে  কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানে দেউলটির কাছে ১৬ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়। বাগনান থেকে গুরুতর  আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় টিঙ্কুর।

টিংকুর দুর্ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে আসেন তার স্ত্রী রিম্পা প্রসাদ (২২)। হাসপাতালে এসে জানতে পারেন তাঁর স্বামী মারা গিয়েছেন।  তারপরই হাসপাতাল থেকে বেরিয়ে যান রিম্পা।  মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার ডোমপাড়া এলাকায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ।  

টিঙ্কুর মায়ের দাবি ছেলের মৃত্যুর খবর পেয়েই তাঁর বৌমাও আত্মঘাতী হয়েছেন। জানা গিয়ে দেড় বছর আগে  প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Read more!
Advertisement
Advertisement