Advertisement

Abhishek Banerjee:'জঙ্গি ঢুকিয়েছে BSF', বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিষেক

নতুন বছরের শুরুতেই নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রম কর্মসূচির সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও বিএসএফ-কে আক্রমন করলেন অভিষেক। তৃণমূল সাংসদ অভিযোগ করেন, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিষেকবাংলায় অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিষেক
Aajtak Bangla
  • ডায়মন্ড হারবার ,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 11:52 AM IST

নতুন বছরের শুরুতেই নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রম কর্মসূচির সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও বিএসএফ-কে আক্রমন করলেন অভিষেক। তৃণমূল সাংসদ অভিযোগ করেন, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

নতুন বছরের প্রথমেই  ডায়মন্ড হারবারের  বাসিন্দাদের জন্য  বড় উদ্যোগ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে আজ থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে  শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ নামের  এক বিশেষ স্বাস্থ্য শিবির। ২ জানুয়ারি এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন অভিষেক, যা চলবে প্রায় ৭৫ দিন। এই প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভায় একযোগভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে, যাতে সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা লাভ করতে পারেন।

এই অনুষ্ঠানেই রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ও সীমান্ত নিয়ে কেন্দ্র ও বিএসএফকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশ সাহায্য না করলে জঙ্গি ধরা পড়ত না বলে দাবি করেন অভিষেক।  ডায়মন্ড হারবারের সাংসদ সাফ বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব শুধু বিএসএফের, রাজ্য সরকারের নয়। তাঁর মারাত্মক অভিযোগ, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। এই প্রসঙ্গে অসম ও ত্রিপুরাতে জঙ্গির প্রসঙ্গও টেনে আনেন তিনি। বিজেপি শাসিত এই দুই রাজ্যে কীভাবে জঙ্গি মিলল, তা নিয়েও প্রশ্ন তোলেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে কেন্দ্র কেন চুপ রয়েছে তা নিয়েও জবাব চান তৃণমূল সাংসদ।

অভিষেক বলেন, পশ্চিমবঙ্গ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের হাব। সন্দেশখালি অপ্রচারের মুখে ঝামা ঘষে দিয়েছে। আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশই অপরাধী গ্রেফতার করেছে। ছয় মাসেও সিবিআই ব্যর্থ বলে দাবি করেন তিনি। কেন্দ্র অর্থ না দিলেও রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে মানুষের উন্নয়নের জন্য  বিকল্প অর্থের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement