তৃণমূলের নতুন-পুরনো দ্বন্দ্বে প্রথমবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর ডায়মন্ডহারবার লোকসভা আসনের পৈলানে বার্ধক্যভাতা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নতুন-পুরনো তৃণমূল নিয়ে মুখ খোলেন। অভিষেক জানিয়ে দেন, তৃণমূলে কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে।
অভিষেক বলেন, 'অনেকে বলছে তৃণমূলে নতুন-পুরনো দ্বন্দ্ব। তৃণমূল মমতার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি। ২০২১ সালে দল সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, দিদির সুরক্ষ কবজ করেছি, ২০২৩ সালে নবজোয়ার করতে বলেছিল। আমি সব করেছি। ২০২৪ সালেও দল যদি কোনও দায়িত্ব দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব।' এরপরই অভিষেক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যা ক্ষমতা আছে, সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব।'
দ্বন্দ্ব না থাকার কথা বললেও দলের বয়স্ক ও তরুণ নেতা-কর্মীদের মধ্যে পার্থক্যটাও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন,'আমি আড়াই মাস রাস্তায় ছিলাম বয়স ৩৬ বলে, ৭০ হলে পারব না। ২০ বছর পর, ৩০ বছর পর, ৪০ বছর আমার কর্মক্ষমতা কমবে। তার মানে এটা নয় যে অভিষেক বলেছেন আমি আর দলের কোনও কাজ করব না। আমি দলের অনুগত সৈনিক হিসেবে প্রাণ থাকা পর্যন্ত দলের কাজ করব। এতে গৃহদাহ, দ্বন্দ্বের বিষয়টা কোথা থেকে আসছে।'
এদিকে, লোকসভা ভোটে নিজেকে ডায়মন্ডহারবার কেন্দ্রেই সীমাবদ্ধ রাখতে চান বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছিল। জানা গিয়েছিল যে ঘনিষ্ঠদের তেমনই বার্তা দিয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। আজ এই বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, 'যে পঞ্চায়েতের নেতা তাকে তো পঞ্চায়েত দেখতে হবে। আমাকে তো ডায়মন্ডহারবারও দেখতে হবে। সেটা আমার লোকসভা কেন্দ্র। আমি এখানে প্রার্থী হলে তো দেখতেই হবে। এতে বাজার গরম করার কী আছে। ২০২৪ সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে। দল যা দায়িত্ব দেবে আমি পালন করব। মমতার ছবি আর জোড়াফুলের ঝান্ডা দিয়ে যেখানে যেতে বলবে, যে বুথে যেতে বলবে আমি যাব।'