Advertisement

Murshidabad Medical College: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেই কারণে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা।

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেচিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে
স্বপন কুমার মুখার্জি
  • বহরমপুর,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 12:38 PM IST
  • বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুরের এক দম্পতি শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করেন তাঁদের ২ মাসের শিশুকে
  • শারীরিক অবস্থার অবনতি হলেও শিশুটিকে ফেলে রাখা হয় দীর্ঘক্ষণ

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেই কারণে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুরের এক দম্পতি শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করেন তাঁদের ২ মাসের শিশুকে। অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলেও শিশুটিকে ফেলে রাখা হয় দীর্ঘক্ষণ। সেদিন রাতেই মৃত্যু হয় শিশুটির। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ওই শিশুর পরিবারের সদস্যরা। বিক্ষোভে জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে হাসপাতালের সামনের রাস্তা।

এরপর শিশুর দেহ বের করে নিয়ে আসা নিয়ে আসার জন্য পরিবারের বেশ কিছু লোকজন হাসপাতালের ভিতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে। নিরাপত্তারক্ষীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মৃতের দাদু বলেন, 'নাতিকে বেলা এগারোটার সময় ভর্তি করি। ঠান্ডা লেগেছিল বুকে। আমি এখানে নিয়ে আসার পর কোনও ট্রিটমেন্ট করা হয়নি। নার্স, ডাক্তারকে বলি ওর চোখ-মুখ বেরিয়ে গিয়েছে একটু দেখুন। আধ ঘণ্টা পর অক্সিজেন দিল। একটা বেড নেই পর্যন্ত। কোলে বসিয়ে অক্সিজেন দিতে হয়েছে। অক্সিজেন দেওয়ার পর যেমন ছিল তেমনই রইল। স্যালাইন দিতে গিয়ে খুলে গেল। পুরো ডাক্তারের গাফিলতি। সিনিয়র ডাক্তার নেই। সব জুনিয়র ডাক্তারদের নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। কী অবস্থা চলছে একবার দেখে আসুন। সুপারের গাফিলতি রয়েছে। সুপার কেন এটা দেখছে না?'

আরও পড়ুন

মৃতের মামা বলেন, 'মেডিক্যালে কোনও সিনিয়র ডাক্তারকে দেখতে পাচ্ছি না। একটা বেডে চারটে-পাঁচটা করে শিশু রয়েছে। ঠান্ডা লেগেছিল। আমরা চাইছি যে ডাক্তার চিকিৎসা করেছেন তাঁর যেন শাস্তি হয়।'

সংবাদদাতাঃ গোপাল ঠাকুর

Read more!
Advertisement
Advertisement