
Asansol Chit Fund Scam: মোটা সুদের প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীosj টাকার অজানা গন্তব্য অবশেষে পৌঁছল পুলিশের জালে। শনিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেফতার করল আসানসোলের বহুল আলোচিত চিট ফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত তহসিন আহমেদকে।
পুলিশ সূত্রে খবর, জুবিলি মোরের কাছে জাতীয় সড়কের ধারে তাকে পাকড়াও করা হয় দীর্ঘদিনের খোঁজখবর ও নজরদারির পর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোল আদালতে তোলা হবে তহসিনকে। তদন্তের স্বার্থে তাঁর পুলিশ হেফাজত চাওয়া হবে বলেও খবর।
তহসিন আহমেদ তৃণমূল সংখ্যালঘু সেলের এক নেতার পুত্র। অভিযোগ, তাঁর নেতৃত্বেই গড়ে ওঠে এক বিশাল আর্থিক প্রতারণার সাম্রাজ্য। প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড জালিয়াতির মূল চক্রে তিনি ছিলেন বলে দাবি পুলিশের। শতাধিক সাধারণ মানুষকে মোটা সুদের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে গোপনে নজরদারি চালানো হচ্ছিল তহসিনের গতিবিধির উপর। একাধিক অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন। পুলিশের ধারণা, এই চিট ফান্ড সংস্থার সঙ্গে রাজ্যের আরও কিছু আর্থিক প্রতারণা চক্রের যোগ থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।