Advertisement

ASHA Workers Protest: স্বাস্থ্যভবন অভিযানে যেতে বাধা, বর্ধমান–বোলপুর জাতীয় সড়ক অবরোধ আশাকর্মীদের

এর জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

বর্ধমান–বোলপুর জাতীয় সড়ক অবরোধ আশাকর্মীদেরবর্ধমান–বোলপুর জাতীয় সড়ক অবরোধ আশাকর্মীদের
স্বপন কুমার মুখার্জি
  • পূর্ব বর্ধমান,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 7:36 PM IST


পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার, ২১ জানুয়ারি আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিতে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক ব্লকের আশা কর্মীরা কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে একটি বেসরকারি বাস ভাড়া নেন। জানা যায়, নির্ধারিত সময়ে গুসকরা থেকে বাসটি রওনা দিলেও প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর শিবদা মোড় এলাকায় বাসকর্মীরা জানান, বাস মালিকের নির্দেশে আর কলকাতার দিকে এগোনো যাবে না। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আশা কর্মীরা। প্রতিবাদস্বরূপ তাঁরা বর্ধমান–বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এর জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

অভিযোগ, বাস মালিককে জানানো হয়েছিল যে বাসে থাকা সমস্ত আশা কর্মী বিজেপির সঙ্গে যুক্ত। পাশাপাশি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও বাসটি কলকাতা না নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, আশাকর্মীদের বিক্ষোভে এদিন উত্তাল হয়ে ওঠে স্বাস্থ্যভবন চত্বর। স্বাস্থ্যভবনের বাইরে লোহার দুর্গ, ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য়ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আশাকর্মীদের। আরেকদিকে শিয়ালদা স্টেশনেও বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীদের আরেক অংশ। তাঁদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি উত্তরবঙ্গ থেকে এসেও তাঁরা বিক্ষোভ দেখান। 

রিপোর্টারঃ সুজাতা মেহেরা
 

Read more!
Advertisement
Advertisement