Gopal Seth Shantanu Thakur: টাকা নিয়ে তার বিনিময়ে হিন্দুত্বের শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে। এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোপাল শেঠের অভিযোগ, "CAA শিবির করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার ফাঁদ পাতা হয়েছে। তাঁর আরও দাবি, রাজ্য কিংবা কেন্দ্র, কোনও সরকারই তো বলেনি এইভাবে CAA শিবির করার কথা। ওঁকে কে দায়িত্ব দিল এইভাবে শিবির করার?" এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান। তাঁর আরও অভিযোগ "বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কিছু আইনজীবী ঠিক করে নোটারি করে সেই বাংলাদেশিকে দীর্ঘদিনের বাসিন্দা বানানো হচ্ছে, তারপর তাঁকে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে।"
এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেন, "গোপালবাবু বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়ান। কিন্তু সেই অভিযোগের কোনও ভিত্তি নেই। অভিযোগ আদতে কোথায় করেন কেউ জানেন না। কোনও রিপোর্টও আসে না। আসলে ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্বের জন্য মানুষের আবেদন দেখে ভয় পাচ্ছেন। ওঁদের ক্ষমতা চলে যাওয়ার সময় এসেছে।"
অন্যদিকে ভারত সেবাশ্রম সংঘের তরফে সুভাষ মহারাজ বলেন, "আমরা একটি ধর্মীয় সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন। CAA-এর নামে যে টাকা নেওয়ার কথা বলা হচ্ছে তা ঠিক নয়। আমরা প্রতি বছরই সেবামূলক কাজ করে থাকি, ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের অনুদান দেয়। কিন্তু CAA-এর নামে আমাদের টাকা নিতে হবে এমন দাবির কোনও ভিত্তি নেই।"
রিপোর্টার- দীপক দেবনাথ