Advertisement

Bangladeshi Arrest: ভারতে প্রবেশের চেষ্টা, কাকদ্বীপগামী ট্রেন থেকে দালাল সহ তিন বাংলাদেশি মহিলা গ্রেফতার

পুলিশ জানায়, নপিয়াখালির বাসিন্দা ওই তিন মহিলা বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। রবিবার তাঁদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

স্বপন কুমার মুখার্জি
  • রানাঘাট,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 5:44 PM IST

কাকদ্বীপ যাওয়ার পথে ট্রেন থেকে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল রানাঘাট জিআরপি। শনিবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢোকা কয়েকজন মহিলা কাকদ্বীপে আত্মীয়ের বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে রানাঘাট স্টেশনে তল্লাশি চালিয়ে তিন মহিলা ও তাদের সঙ্গে থাকা এক শিশুকে আটক করা হয়।

পুলিশ জানায়, নপিয়াখালির বাসিন্দা ওই তিন মহিলা বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। রবিবার তাঁদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বাংলাদেশিদের ভারতে প্রবেশে সাহায্য করার অভিযোগে এক দালালকেও গ্রেফতার করা হয়েছে। রানাঘাট জিআরপি দালালের তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন

পুলিশের দাবি, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন কাজ করার পর দেশে ফেরার সময় একাধিক বাংলাদেশি ধরা পড়েছেন। এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন।

এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল নেতা বিপ্লব কর প্রশ্ন তুলেছেন, সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে। পাশাপাশি তিনি রাজ্য পুলিশের পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।

 

রিপোর্টারঃ সুরজিৎ দাস

Read more!
Advertisement
Advertisement