Advertisement

WB Assembly Uproar: বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগ, উত্তাল রাজ্য বিধানসভা

বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে।

বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভবিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 1:17 PM IST
  • বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগ।
  • বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের।

বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে উত্তাল বিধানসভা। ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে মূল গেটের সামনে প্রতিবাদও দেখান। সেখানে ছিলেন অগ্নিমিত্রা পল, শংকর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা। 

বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। সেই সঙ্গে রাস্তার দুপাশে তৃণমূল লোক জড়ো করে গো ব্যাক স্লোগান দিয়েছে বলেও অভিযোগ। তৃণমূলীদের হাতে মোটা মোটা বাটাম, লোহার রড, কাটা বাঁশ, পাথর-ইট এবং জলের বোতলে লঙ্কা গুঁড়ো মেশানো ছিল। শুভেন্দুর কনভয় এগোতেই লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গাড়ির কাচ বন্ধ থাকায় বেঁচে যান বলে দাবি করেন বিরোধী দলনেতা। মিছিল না করেই ফিরে যান তিনি। শুভেন্দু বলেন,'রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই'।

আজ, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শংকর ঘোষ-সহ বিজেপি বিধায়করা বারুইপুরের প্রসঙ্গ তোলেন। স্পিকার জানান,'এটা বিধানসভার বাইরের ঘটনা।' তা শোনার পর স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। 'চেয়ার ছাড়ো স্পিকার' বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। শাসক দলের বিধায়করা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এরপর ৩৭ মিনিটের মাথায় অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

অধিবেশন কক্ষ থেকে সোজা বিধানসভা গেটের বাইরে চলে যান বিজেপি বিধায়করা। কালো পতাকা নিয়ে শুরু করেন স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছিঁড়ে ফেলেন কাগজ। গেটের বাইরে অবস্থানে বসেন তাঁরা। যাঁর উপর হামলার অভিযোগ নিয়ে উত্তাল হল বিধানসভা, সেই শুভেন্দু অধিকারীকে এ দিন দেখা যায়নি। 
 

Read more!
Advertisement
Advertisement