Advertisement

Ghatal Master Plan: দেবকে সঙ্গে নিয়ে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন মমতার, কাজ শেষ হচ্ছে কবে?

১০ দিন আগে সভা করতে এসে সিঙ্গুরের মাটিকে প্রণাম জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেই সিঙ্গুরে এসে জমি আন্দোলনের দিনগুলিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকেই তিনি এই প্রকল্পের সূচনার কথা ঘোষণা করলেন।

ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • সিঙ্গুর,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 3:17 PM IST

১০ দিন আগে সভা করতে এসে সিঙ্গুরের মাটিকে প্রণাম জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেই সিঙ্গুরে এসে জমি আন্দোলনের দিনগুলিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকেই তিনি এই প্রকল্পের সূচনার কথা ঘোষণা করলেন। 

গত লোকসভা ভোটের আগে হুগলিরই আরামবাগের সভায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে। সেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সিঙ্গুরের সভা থেকে ভারচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হল।  সে দিনের মতোই এ দিনও মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন ঘাটালের অভিনেতা- সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

তৃণমূল অভিযোগ করে থাকে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক বার আবেদন করা সত্ত্বেও এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। তাই রাজ্য সরকার ১৫০০ কোটি টাকা ব্যয় করে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ করছে। ইতিমধ্যেই সাংসদ দেবের অনুরোধে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সালের মধ্যে নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি হবে প্রায় ৫০ কিমি, খাল এবং নদী খনন হবে ৫০ কিমি পর্যন্ত। ২টি পাম্প হাউস, ৩টি রেগুলেটর, একটি সেতু সম্প্রসারণ এবং ১০৪টি নতুন সেতু করার উদ্যোগ নেওয়া হয়েছে সেচ এবং জলসম্পদ দফতরের পক্ষ থেকে। 

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে দেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে দাবি জানিয়েছিলেন । দেবকে মঞ্চে রেখেই নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার বঞ্চনা করলেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। সেই মতো প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের  জেলা সেচ দফতরের এক আধিকারিক জানান, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু হয়েছে। 

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর দীর্ঘ দিনের দাবি হলেও কেন্দ্রীয় বঞ্চনার কারণেই এতদিন প্রকল্প আলোর মুখ দেখেনি। ২০১৪ সালে আর্থিক সাহায্যের প্রস্তাব পাঠান হয় কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্র তাতে কর্ণপাত করেনি। তাঁর ঘোষণা, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্প শেষ করার সময় ধার্য্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'ঘাটালের মানুষ বছরের পর বছর জলযন্ত্রণার শিকার। এই প্রকল্প তাদের স্থায়ী সমাধান দেবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement