
ফের ভিন রাজ্যে শ্রমিকের মৃত্যু ঘিরে উঠেছে প্রশ্ন। উত্তরপ্রদেশের পর এবার অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃত্যু হয়েছে বীরভূমের নানুরের বরা গ্রামের দুধকুমার বাগদির। মৃতের বয়স ১৮ বছর বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনায় পাওয়া নিজের বাড়ি আরও বড় করার স্বপ্ন নিয়ে অন্ধ্রপ্রদেশের একটি রুটি কারখানায় কাজের জন্য যাচ্ছিলেন দুধকুমার। ২৮ অক্টোবর বাড়ি থেকে বেরোনোর পর ৩০ অক্টোবর রাতে রেল পুলিশ খবর দেয় ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর শনিবার শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে মৃতের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, 'কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে বাঙালি শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ ও অত্যাচার বরদাস্ত করা হবে না।'
কিছুদিন আগে যোগী রাজ্যে বীরভূমের পাঁড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা এক বাঙালি পরিযায়ী শ্রমিকে খুনের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার পর পরই বীরভূমে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়। মৃতের মামা শুদ্ধ বাগদি জানিয়েছেন, 'আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। ও ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ছেলে।' জেলায় পরপর দু’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
রিপোর্টারঃ শান্তনু হাজরা