এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই ছাব্বিশের বিধানসভায় প্রচারের অভিমুখ করছে রাজ্য বিজেপি। যার নির্যাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ফ্রি বিদ্যুত্ নিয়েও বড় প্রতিশ্রুতি নন্দীগ্রামের বিধায়কের।
গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পেছনে অন্যতম অবদান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্পের। বাংলায় ব্যাপক জনপ্রিয়তার পর এখন ভারতের একাধিক রাজ্যেও এই প্রকল্প চালু করা হয়েছে। তারমধ্যে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যও। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই এরাজ্যে বিজেপির প্রচারে কাজে লাগাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬ সালে বাংলায় ক্ষমতায় এলে মায়েদের - দিদিদের - বোনেদের ১ হাজার টাকা নয়, ৩ হাজার টাকা দেবে বিজেপি। হলদিয়ায় প্রকাশ্য জনসভায় এমনটাই দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু।
সম্প্রতী তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেই হলদিয়া থেকেই একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিজেপি ক্ষমতায় এলে হাতে - পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, “মায়েদের - দিদিদের - বোনেদের ১ হাজার টাকা নয়, ৩ হাজার টাকা দেবে বিজেপি।” অর্থাৎ, রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’-র যে টাকা দিচ্ছে ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা। এর পাশাপাশি তিনি এও বলেন, “২০০ ইউনিট বিদ্যুত ফ্রি। এক লক্ষ নয়, তিন লক্ষের বাড়ি দেবে। প্রতিবছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হব।”
সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয়, প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালা খুলবে বিজেপি। বাংলায় গুজরাতের মতো শিল্পের জোয়ার হবে। পর পর প্রতিশ্রুতি দিতে থাকেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা আবারও জোর দেন হিন্দু ভোটের দিকে। শুভেন্দুর বক্তব্য, হিন্দুরা একটু দয়া করলেই রাজ্যে সরকার বদলে যাবে। তিনি বলেন, “সিপিএম লড়ছে। কিন্তু পারছে না। ৩০ শতাংশ হিন্দু ভোট দিতে যায় না। ৬৫ থেকে ৬৮ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। আপনারা শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয়, আপনারা জানেন। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা।”
রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর বছরখানেক। আর এর মধ্যেই ঘর গোছাতে শুরু করেছে প্রধান ২ প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে যে শুধু হিন্দুত্বের রাজনীতিতে ভরসা করলে চলবে না তা বুঝতে পেরেছে বিজেপি। তার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একের পর এক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের বহু মানুষ। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এলে টাকা বন্ধ হয়ে যাবে বলে প্রচার চালাচ্ছে তৃণমূল শিবির। মনে করা হচ্ছে সেই প্রচারকে ভোঁতা করতে মহিলাদের ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার করার কথা ঘোষণা করলেন শুভেন্দু।