Advertisement

SSC Tainted List: SSC-র দাগিদের তালিকায় BJP নেতার স্ত্রী, ষড়যন্ত্র দেখছে গেরুয়া শিবির

দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকার কিছু নামকে ঘিরে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও বিজেপির একাংশের নেতারা বলছেন ওই তালিকা অসম্পূর্ণ। এমনকী প্রথমে ১৮০৪ জনের নাম প্রকাশের পর, গভীর রাতে আরও কেন ২ জনের নাম প্রকাশ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বড় খবর। বীরভূমের বিজেপি নেতার স্ত্রীর নামও রয়েছে এসএসসি অযোগ্যদের তালিকায়। জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম (রোল নম্বর - ১২২২১৬২৭০০০১১৫) রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের।

SSC-র দাগিদের তালিকায় BJP নেতার স্ত্রীSSC-র দাগিদের তালিকায় BJP নেতার স্ত্রী
প্রীতম ব্যানার্জী
  • বীরভূম,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 6:20 PM IST

দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকার কিছু নামকে ঘিরে ইতিমধ্যেই ছড়িয়েছে  চাঞ্চল্য। যদিও বিজেপির একাংশের নেতারা বলছেন ওই তালিকা অসম্পূর্ণ। এমনকী প্রথমে ১৮০৪ জনের নাম প্রকাশের পর, গভীর রাতে আরও কেন ২ জনের নাম প্রকাশ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বড় খবর। বীরভূমের বিজেপি নেতার স্ত্রীর নামও রয়েছে এসএসসি অযোগ্যদের তালিকায়। জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম (রোল নম্বর - ১২২২১৬২৭০০০১১৫) রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের।

বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাসের নাম এসএসসি–র দাগি শিক্ষকদের তালিকায় উঠে এসেছে। অথচ তাঁর মেরিট পয়েন্ট ৮৩.৬৭। অন্যদিকে, মেরিট পয়েন্ট মাত্র ৭৭ থাকা সত্ত্বেও কয়েকজনকে যোগ্যদের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার রামপুরহাটে সাংবাদিক বৈঠক করেন লক্ষ্মী বিশ্বাসের স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার। তাঁর বক্তব্য, আমি বিজেপি করি বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে। এটা স্পষ্ট রাজনৈতিক চক্রান্ত।

বিজেপি নেতা বলেছেন, সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন তাঁরা। দলের তরফে আবার অভিযোগ, বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরজিৎ সরকার দাবি করেন, তাঁর স্ত্রীর প্রাপ্ত নম্বর বেশি হওয়া সত্ত্বেও যোগ্যদের তালিকায় জায়গা দেওয়া হয়নি। তিনি বলেন, 'আমার স্ত্রীর মেরিট পয়েন্ট ৮৩.৬৭, তবুও অযোগ্যদের তালিকায় নাম আছে। অথচ মেরিট পয়েন্ট ৭৭ পাওয়া শিক্ষকেরও যোগ্যদের তালিকায় নাম আছে।' সুরজিৎ সরকারের এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিকমহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণ ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বিরোধীরা। তবে শাসকদলের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ জুলাই অযোগ্য ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসির প্রকাশিত এই অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকের নামই এই তালিকায় আছে বলে দাবি করা হচ্ছে। তাঁদের মধ্যে কেউ মন্ত্রীর মেয়ে তো কেউ কাউন্সিলর, কেউ আবার তৃণমূলের দাপুটে নেতা, কেউ আবার দাপুটে নেতার স্ত্রী, আর কেউ জেলা পরিষদের সদস্য, কেউ অঞ্চল সভাপতি।

Advertisement

রিপোর্টার- শান্তনু হাজরা

Read more!
Advertisement
Advertisement