Advertisement

Dilip Ghosh: 'দাদা প্লিজ একটু মিষ্টি কথা বলবেন...' দিলীপকে 'শান্ত' করতে নয়া দাওয়াই বিজেপির

বিজেপির পাখির চোখ ছাব্বিশে বাংলার মসনদ দখল। আর সেই লক্ষ্যে এবার অমিত শাহ এসে বেশ কিছু দাওয়াই দিয়ে গিয়েছে বঙ্গ বিজেপিকে। যারপর থেকে রাজ্য বিজেপিতে আবারও সক্রিয় হতে দেখা গেল দিলীপ ঘোষকে। আর সেই কাজের ব্যাটন নিয়ে দিলীপ ঘোষ একবারে চলে এলেন স্বমহিমায়। তবে এবার বিজেপির অন্দরে খবর দিলীপ ঘোষকে নাকি বলা হয়েছে, 'দাদা প্লিজ এবার একটু মিষ্টি কথা বলবেন।' প্রশ্ন এখানেই, দিলীপের বেলাগাম ভাষায় কি ভয় পাচ্ছেন শমীক শুভেন্দুর?

দিলীপ ঘোষদিলীপ ঘোষ
অহনা চট্টোপাধ্যায়
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 6:14 PM IST
  • বিজেপির পাখির চোখ ছাব্বিশে বাংলার মসনদ দখল
  • এবার অমিত শাহ এসে বেশ কিছু দাওয়াই দিয়ে গিয়েছে বঙ্গ বিজেপিকে
  • রাজ্য বিজেপিতে আবারও সক্রিয় হতে দেখা গেল দিলীপ ঘোষকে

বিজেপির পাখির চোখ ছাব্বিশে বাংলার মসনদ দখল। আর সেই লক্ষ্যে এবার অমিত শাহ এসে বেশ কিছু দাওয়াই দিয়ে গিয়েছে বঙ্গ বিজেপিকে। যারপর থেকে রাজ্য বিজেপিতে আবারও সক্রিয় হতে দেখা গেল দিলীপ ঘোষকে। আর সেই কাজের ব্যাটন নিয়ে দিলীপ ঘোষ একবারে চলে এলেন স্বমহিমায়। তবে এবার বিজেপির অন্দরে খবর দিলীপ ঘোষকে নাকি বলা হয়েছে, 'দাদা প্লিজ এবার একটু মিষ্টি কথা বলবেন।' প্রশ্ন এখানেই, দিলীপের বেলাগাম ভাষায় কি ভয় পাচ্ছেন শমীক শুভেন্দুর?

দায়িত্ব পেয়েই দিলীপ ঘোষ ঝাঁঝালো মন্তব্য করতে শুরু করেন। একের পর এক বিতর্ক হয় সেই সব বক্তব্যের জেরে। তবে সেই খড়্গপুরে যেন হঠাৎ খেলাটা ঘুরে গেল। ক্যামেরার সামনে তিনি কিছুই বলবেন না বলে জানা গেল।

কিন্তু কেন হঠাৎ উলটপূরাণ? বিজেপি সূত্রে খবর অমিত শাহের নির্দেশেই নাকি সব হচ্ছে। আসলে ছাব্বিশের নির্বাচনে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপিতে প্রয়োজন। আর এই সারসত্য কেন্দ্রীয় নেতৃত্ব বেশ ভালো মতোই জানে। তাই অমিত শাহের মিটিং-এ দিলীপ ঘোষকে ডাকা হয়। তাঁর সঙ্গে কথাও বলেন অমিত শাহ।

এর আগে সাংবাদিক বৈঠকে তিনি মন্দির মসজিদ ইস্যুতে কটাক্ষ করেন। কিন্তু এই বিষয়টা শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি। তাই তাঁকে বলা হয়েছে দাদা প্লিজ এবার একটু মিষ্টি কথা বলবেন। আর তাই হয়তো দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত। এখন দেখার দিলীপ ঘোষ কত দিন নিজের স্বর নামিয়ে রাখেন, ঠিক কবে ফেরেন নিজের স্বমহিমায়। (সংবাদদাতা- সুজয় ঘোষ)

Read more!
Advertisement
Advertisement