Advertisement

Nadia News: বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ করায়, হাঁসখালিতে গ্রেফতার দালাল

ফের বাংলাদেশি পাচার চক্রের এক দালালকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হাঁসখালি থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি পিপুলবেরিয়া এলাকা থেকে নাসির ঢালি নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ করাতো বলেই পুলিশের কাছে খবর ছিল। এরপর বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে হাঁসখালি থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।

ফের নদিয়ায় পুলিশের জালে বাংলাদেশি পাচারকারী চক্রের দালালফের নদিয়ায় পুলিশের জালে বাংলাদেশি পাচারকারী চক্রের দালাল
স্বপন কুমার মুখার্জি
  • হাঁসখালি,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 11:11 AM IST

ফের বাংলাদেশি পাচার চক্রের এক দালালকে গ্রেফতার  করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হাঁসখালি থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি পিপুলবেরিয়া এলাকা থেকে নাসির ঢালি নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে।  ধৃত ব্যক্তি ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ করাতো বলেই পুলিশের কাছে খবর ছিল। এরপর বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে হাঁসখালি থানার পুলিশ  রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে উত্তাল পরিস্থিতি। আর সেই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে বলেই মনে করছে কোনও কোনওমহল। ইতিমধ্যেই বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আবার বেআইনিভাবে ভারতে আসা সেইসব বাংলাদেশিদের সাহায্য করার অভিযোগেও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সম্প্রতি বেআইনিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে  এক দালালকে গ্রেফতার করে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। 

গাংনাপুরের সবাইপুর এলাকায় এক দালাল লুকিয়ে রয়েছে বলে খবর পায় গাংনাপুর থানার পুলিশ। আর তারপরই গাংনাপুর পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল মণ্ডল নামে ওই দাললাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত সিরাজুল মণ্ডলের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আসতে ও তাদের লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অতীতেও একাধিক মামলায় আদালত অবমাননার অভিযোগে ওয়ারেন্ট রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকা ওই দালালের সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে সবাইপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে তারও আগে জাল পাসপোর্টকাণ্ডেও নদিয়া থেকে একজনকে গ্রেফতার  করা হয়। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ। নদিয়ার চাকদা থানার আলাইপুরের বাসিন্দা ধীরেন ঘোষ জানিয়েছিলেন তিনি গার্মেন্টসের ব্যবসা করেন। বাইরে থেকে মাল আসে। কলকাতায় মহাজন আছে। তবে স্থানীয় সূত্রে খরর ওই বাড়িতে কখনও গার্মেন্টসের কিছু চোখে পড়েনি। স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন। স্বভাব-চরিত্র ভালোই ছিল। মিশুকে ছিলেন। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শশুর-শাশুড়ি আসতেন। কোনও ঝামেলা ছিল না।

Advertisement

সংবাদদাতাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
 

Read more!
Advertisement
Advertisement