Advertisement

BSF Jawan Wife Returns: 'এক সপ্তাহের মধ্যেই ভালো খবর', এই আশ্বাস নিয়ে শহরে ফিরলেন নিখোঁজ পূর্ণমের স্ত্রী

কয়েকদিন আগে পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দী হন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। তারপর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন তার স্ত্রী রজনী সাউ।

বিএসএফ জওয়ানের স্ত্রীবিএসএফ জওয়ানের স্ত্রী
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা ,
  • 04 May 2025,
  • अपडेटेड 6:52 AM IST

পাক রেঞ্জার্সদের হাতে আটক বিএসএফ জওয়ান স্বামী। আর সেই স্বামীর বিষয়ে খোঁজ নিতেই  হিমাচল প্রদেশের  কাংড়াতে  বিএসএফ হেডকোয়ার্টার এবং পঞ্জাবে ফিরোজপুরে আধা সেনার হেডকোয়ার্টারে যান স্ত্রী। আর স্বামী তাড়াতাড়িই ঘরে ফিরবেন, এই আশ্বাস নিয়েই হুগলির রিষড়ায় ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ।

কয়েকদিন আগে পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দী হন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তারপর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন তার স্ত্রী রজনী সাউ। চণ্ডীগড় বিমানবন্দরে নেমে  হিমাচলপ্রদেশের  কাংড়াতে  বিএসএফ হেডকোয়ার্টার এবং পঞ্জাবের ফিরোজপুরে আধা সেনার হেডকোয়ার্টারে যান রজনী ও তাঁর সঙ্গীরা। সেখানেই বিএসএফ-এর কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

পূর্ণমের স্ত্রী রজনী বলেন, 'আমরা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছি, তিনি ফিরে আসবেন,তাই আমরা আশাবাদী। রজনী আরও বলেন যে বিএসএফ এবং সরকার তাঁর স্বামীকে পাকিস্তান থেকে ভারত ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। তাঁরা আশ্বাস দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে ভালো খবর আসবে'।

একই ধরনের কথা শোনা গেল আটক বিএসএফ জওয়ানের এক আত্মীয়র মুখেও। এদিকে গোটা বিষয়ে যা দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারের বলেই মনে করেন আটক বিএসএফ জওয়ানের বাবা।

TAGS:
Read more!
Advertisement
Advertisement