Advertisement

BSF Sets Example Of Humanity: মৃত ভারতীয় ভাইকে শেষবার দেখলেন বাংলাদেশি বোন, সীমান্তে জিরো লাইনে 'মানবতা'

BSF Sets Example Of Humanity: মানবতার নজির বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে তারা মৃত ভারতীয় নাগরিক ভাইয়ের সঙ্গে শেষ সাক্ষাতের বন্দোবস্ত করে দেন বাংলাদেশি নাগরিক বোনকে।

জিরো পয়েন্টে ভারতীয় ভাইকে শেষ দেখা বাংলাদেশি বোনের, মানবতার নজির বিএসএফেরজিরো পয়েন্টে ভারতীয় ভাইকে শেষ দেখা বাংলাদেশি বোনের, মানবতার নজির বিএসএফের
অনুপম মিশ্র
  • মুস্তাফাপুর,
  • 03 Jan 2025,
  • अपडेटेड 4:11 PM IST

BSF Sets Example Of Humanity: মানবতার অনন্য নজির স্থাপন করলেন বিএসএফ জওয়ানরা। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে মৃত ভারতীয় নাগরিক ভাইয়ের সঙ্গে শেষ সাক্ষাতের বন্দোবস্ত করে দেন বাংলাদেশি নাগরিক বোনকে। জিরো পয়েন্টে মৃত ভারতীয় ভাইকে শেষ দেখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন বোন ও তার পরিবারের সদস্য়রা।

ঘটনাটি  ২ জানুয়ারি বিএসএফের ৬৭ ব্যাটেলিয়নের আওতাধীন বর্ডার পোস্ট মুস্তফাপুরের কাছে জিরো লাইনে ঘটেছে। যা সামনে আসতেই অকুণ্ঠ প্রশংসা পাচ্ছে বিএসএফ। সেই সঙ্গে বিএসএফের উদ্যোগে সাড়া দেওয়ায় ধন্যবাদ পাচ্ছে বাংলাদেশের বিজিবিও।

উত্তর ২৪ পরগণা জেলার মুস্তাফাপুর সীমান্ত চৌকির সীমান্ত গ্রাম গাঙ্গুলই গ্রামের বাসিন্দা আব্দুল খালিদ মন্ডলের মৃত্যু হয়। বাংলাদেশ প্রান্তে সীমান্তবর্তী গ্রাম সরদার বারিপোতায় বসবাসকারী বোন তাঁর প্রয়াত ভাইকে শেষ বিদায় জানাতে ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনা এক পঞ্চায়েত সদস্য কোম্পানি কমান্ডারকে জানালে ঘটনাটি সামনে আসে।

আরও পড়ুন

এই অনুরোধের গভীরতা ও আবেগকে স্বীকার করে নিয়ে শেষ সাক্ষাতের ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেয় বিএসএফের ওই, কোম্পানি কমান্ডার এই শোকের সময়ে পরিবারকে শেষবার দেখা করার ও শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিএসএফ, সীমান্তের জিরো লাইনে মৃত আব্দুল খালিদ মন্ডলের দেহ, নিহতের বোন ও আত্মীয়দের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করেছে।

বিএসএফ এবং বিজিবি এতে সম্মতি দেওয়ায় উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মানবিক দৃষ্টিভঙ্গির জন্য নিহতদের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে, বিএসএফের দক্ষিণবঙ্গের সীমান্ত জনসংযোগ আধিকারিক,জানান “বিএসএফ সৈন্যরা শুধু সীমান্ত পাহারা দেয় না, সীমান্তে বসবাসকারী মানুষের মানবিক ও সামাজিক চাহিদা মেটাতেও প্রস্তুত।”


 

Read more!
Advertisement
Advertisement