হাওড়ার লিলুয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে লিলুয়ার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে। ওই ব্যবসায়ীর নাম রাজেশ সিং। বাইকে করে এসে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তির পেটে গুলি লাগে।আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে। এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম। সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত ছিলেন। এর আগে খুনের ঘটনায় জেলও খেটেছিলেন কিছুদিন। বর্তমানে ব্যবসা করছিলেন তিনি।
তবে এই ঘটনায় কী রহস্য রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা থেকেই গুলি রাজেশকে লক্ষ্য করে গুলি চালানো হয়ে থাকতে পারে। লিলুয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।