Advertisement

Barasat : বারাসতে অটোর ভাড়া নিয়ে বিবাদ, ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ

ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতের চাঁপাডালি মোড়ে। বারাসাত হাসপাতালে কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে অটোতে চড়েন ওই মহিলা।

Barasat Barasat
সায়ন নস্কর
  • বারাসত ,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 7:36 PM IST
  • ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে
  • ঘটনাটি ঘটেছে বারাসাতের চাঁপাডালি মোড়ে

ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতের চাঁপাডালি মোড়ে। বারাসাত হাসপাতালে কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে অটোতে চড়েন ওই মহিলা। তাঁর সঙ্গে এক শিশু ছিল। মহিলার কাছে টাকা না থাকায় তিনি জানান, ওই শিশুর ভাড়া দিতে পারবেন না। 

জানা যায়, ওই মহিলা অটোচালককে জানান, তিনি যেহেতু ভাড়া দিতে পারবেন না সেহেতু সেই শিশুকে কোলে নেবেন। আর তাতে আপত্তি জানান অটো চালক। তখন দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, ওই মহিলাকে তখনই মারধর শুরু করে অটো চালক। ক্যান্সার আক্রান্ত রোগিনীর মাথায়-গালে-গায়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলা বারাসাত থানায় অভিযোগ জানান।

এদিকে অভিযোগ জানানোর পর ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। বারাসাত থানা থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ওই মহিলা বারাসাত থানায় অভিযোগ করেছেন জানতে পেরে একাধিক অটো চালক মহিলার পিছু ধাওয়া করে। যদিও পরে তারা রণে ভঙ্গ দেয়। যদিও অভিযুক্ত অটো চালকের অভিযোগ, সে মহিলাকে মারধর করেনি। 

 

প্রতিবেদক : দীপক দেবনাথ
TAGS:
Read more!
Advertisement
Advertisement