Advertisement

মুর্শিদাবাদ থেকে শিক্ষা, হাওড়ার সংবেদনশীল এলাকায় চলছে পুলিশি টহল

হাওড়ার সংবেদনশীল এলাকাগুলিতে টহল দিতে শুরু করেছে CISF, কমব্যাট ফোর্স, RAF। বাংলার কিছু জেলায় হিংসার পর হাওড়া সিটি পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। কয়েকটি সংবেদনশীল এলাকায় সিআইএফ, কমব্যাট ফোর্স, আরএএফ টহল দিচ্ছে।

মুর্শিদাবাদ থেকে শিক্ষা, হাওড়ার সংবেদনশীল এলাকায় চলছে পুলিশি টহলমুর্শিদাবাদ থেকে শিক্ষা, হাওড়ার সংবেদনশীল এলাকায় চলছে পুলিশি টহল
সুচেতা কোনার
  • হাওড়া,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 12:07 PM IST
  • ইতিমধ্যেই হাওড়ার সংবেদনশীল এলাকাগুলিতে টহল দিতে শুরু করেছে CISF, কমব্যাট ফোর্স, RAF
  • এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন যে হাওড়া জেলার মানুষ খুব শান্তিতে থাকতে চান

হাওড়ার সংবেদনশীল এলাকাগুলিতে টহল দিতে শুরু করেছে CISF, কমব্যাট ফোর্স, RAF। বাংলার কিছু জেলায় হিংসার পর হাওড়া সিটি পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। কয়েকটি সংবেদনশীল এলাকায় সিআইএফ, কমব্যাট ফোর্স, আরএএফ টহল দিচ্ছে। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন যে হাওড়া জেলার মানুষ খুব শান্তিতে থাকতে চান।

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্তি চরমে পৌঁছে যায় মুর্শিদাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর স্বাভাবিক ছন্দে ফিরছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান-সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর ও অবাধে লুঠপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম-সহ বিভিন্ন জেলায়। রাজ্যের বিভিন্ন জায়গা যাতে আর না উত্তপ্ত হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগেও আমরা দেখেছি  রামনবমী এবং হনুমান জয়ন্তী উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন।

ইতিমধ্যেই হাওড়ার সংবেদনশীল এলাকাগুলিতে টহল দিতে শুরু করেছে CISF, কমব্যাট ফোর্স, RAF। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন যে হাওড়া জেলার মানুষ খুব শান্তিতে থাকতে চান। তবুও মানুষকে সতর্ক করার জন্য CISF, কমব্যাট ফোর্স, RAF পেট্রোলিং করছে। আমরা সবসময় সতর্ক থাকি। পুলিশ কমিশনার আরও বলেন, 'রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসবগুলি এখানে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবুও, জনগণকে সতর্ক ও সচেতন করার জন্য রুট মার্চ চলছে। আমরা মানুষকে সচেতন করছি যাতে তাঁরা কোনও গুজবের ফাঁদে না পড়েন। আমরা সর্বদা সতর্ক থাকি এবং যখনই রাজ্যের কোথাও কোনও ঘটনা ঘটে, আমরা আরও সতর্ক হয়ে যাই।'

আরও পড়ুন

সংবাদদাতা- বৈদ্যনাথ ঝা

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement