
আবার বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিক খুন। এবার ঝাড়খণ্ডে। আর এই ঘটনা সামনে আসার পরই বেলডাঙায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। এর প্রতিবাদে রেললাইন এবং জাতীয় সড়কে শুরু হয়ে যায় অবরোধ। এমনকী এক সাংবাদিককে মারা হয় বলেও অভিযোগ। আর আজকের এই অশান্তি সম্পর্কেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দেখুন আপনারা জানেন যে বেলডাঙায় কাদের কাদের প্ররোচনা রয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না। শুক্রবার জুম্মাবার.... সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট রয়েছে। সেখানে শুক্রবার অনেকেই নামাজ পড়তে এসেছে। এখানে কেউ যদি রাজনৈতিক চরিতার্থ পূরণ করার জন্য উস্কে দেয়।' অর্থাৎ এই ঘটনার জন্য তিনি আদতে বিরোধীদের দিকেই আঙুল তুলছেন।
সংখ্যালঘুদের ক্ষোভ থাকা স্বাভাবিক...
তিনি আরও বলেন, 'সংখ্যালঘুদের ক্ষোভ থাকা স্বাভাবিক। তাঁদের এক তরফা বাদ দিতে পারে না। যেটা দিয়েছে। আদিবাসীদের দিয়েছে। মতুয়াদের দিয়েছে। রাজবংশীদের দিয়েছে। বাঙালিদের দিয়েছে। এখানে অবাঙালিদেরও দিয়েছে। হোয়াটস অ্যাপে ২ মাসে ২০০ বার নোটিস এসেছে। বিএলও-রা খুব চাপে রয়েছে। ইতিমধ্যে ১০০ জনের মতো লোক মারা গেছে। সাংঘাতিক অবস্থা।'
বিজেপি দাঙ্গা লাগানোর প্ল্যান করছে
বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে এ দিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান। নিজেরা ভোটে পারবে না, তাই ঘোঁট পাকাচ্ছে... আমি সংখ্যালঘুদের এটা বলব, পরিযায়ী শ্রমিকদের উপর যেই অত্যাচার হচ্ছে, আমরা সেটা মাথায় রেখেছি। এমনকী কেসও করেছি। আমরা পরিবারগুলোক সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন। ধৈর্য ধরুন। যাঁদের ডাকবে, তাঁরা দয়াকরে ফর্ম জমা দিন। কোর্টে কেস আছে, কোর্টের উপর ভরসা রাখুন। আশা করছি বিচার পাওয়া যাবে।' পাশাপাশি তিনি দাবি করেন, মালদায় একটা সম্প্রদায়ের ৯০ হাজার মানুষকে নোটিস দেওয়া হয়েছে। এটা বিজেপি এবং কমিশন মিলেই করেছে। অন্য কোনও রাজ্যে এমনটা হচ্ছে না। শুধু বাংলায় চলছে এটা।
আমরা গ্রেফতার করব
সংখ্যালঘুদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা কেস করছি। আমরা দোষীদের গ্রেফতার করব। পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সাহায্য করব। বিজেপি রাজ্যগুলিতেই এগুলি হচ্ছে।' পাশাপাশি তিনি আজ সকলকেই সাবধান করে দিয়েছেন। তিনি দাবি করেন, 'মবের মধ্যে ঢুকতে বারণ করুন। সব আমার হাতে নেই। সংখ্যালঘুদের ক্ষোভ স্বাভাবিক। আমি এর নিন্দা করি।' পাশাপাশি তিনি বলেন, 'আমি সংখ্যালঘুদের ভাইদের কাছে আবেদন করছি, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। কোনও সাংবাদিকদের গায়ে হাত দেবেন না।'