রবিবার সকালে হাওড়া থানার পাশে মঙ্গলা হাটের একটি দোকানে আগুন লাগল। মডার্ন হাট নামে ওই বহুতলের তিনতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতেহতের খবর নেই। এছাড়াও জানা যায়নি আগুনে পুড়ে ঠিক কত টাকার ক্ষতি হয়েছে।
সকাল ৯টা নাগাদ বিল্ডিংয়ের তিন তলায় একটি ঘরে আগুন লেগেছিল। হাটের ব্যবসায়ীরা প্রথমে বহুতলের তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় হাওড়া থানায়। প্রথমে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। পরে আরও তিনটি ইঞ্জিন আসে। প্রায় ছোট ছোট ২০০টি বেশি দোকান এবং গোডাউন রয়েছে ওই বহুতলে। ফলে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষজনেরা।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখবেন দমকল আধিকারিকরা।
মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তৃণমূল নেতা অরুপ রায় জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। এই ঘটনার পিছনে কর্তৃপক্ষের গাফিলতি ধরা পড়লে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।