Advertisement

Diamond Harbour Hospital Case: ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি নাবালিকার 'শ্লীলতাহানি', ধৃত সাফাই কর্মী

সোমবার পরিবারের লোকজন দেখা করতে গেলে মাকে সবটা খুলে বলে ছাত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ ও  ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসিন্দা  বিনোদ পন্ডিতকে গ্রেফতার করে।

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 4:13 PM IST
  • শনিবার ভর্তি করা হয় নাবালিকাকে।
  • শ্লীলতাহানিতে অভিযুক্ত হাসপাতালের সাফাই কর্মী।

হাসপাতালের সিসিইউ-তে (ক্রিটিকাল কেয়ার ইউনিট)চিকিৎসাধীন  নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই হাসপাতালেরই সাফাই কর্মী।  ধৃতের নাম বিনোদ পন্ডিত। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নেতড়ার অসুস্থ অবস্থায় নিজের মেয়েকে হাসপাতালে ভর্তি করেন নেতড়ার এক বাসিন্দা। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিট বা সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই রাতেই নবম শ্রেণির ছাত্রীর উপর চলে শারীরিক নির্যাতন।
 
সোমবার পরিবারের লোকজন দেখা করতে গেলে মাকে সবটা খুলে বলে ছাত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ ও  ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসিন্দা  বিনোদ পন্ডিতকে গ্রেফতার করে। সে হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাইকর্মী। মঙ্গলবার রাতে বিনোদকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নাবালিকার মা অভিযোগ করেছেন,'শ্লীলতাহানির পর হুমকিও দেওয়া হয়। ভয়ে মেয়ে কিছু বলেনি। শুধু কাঁদছিল। জোর দেওয়ায় কিছুটা বলে। বিষয়টি জানানো হয় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের'।
 

Read more!
Advertisement
Advertisement