Advertisement

Dilip Ghosh: ছাব্বিশে দাঁড়াতে 'চয়েজ' চান দিলীপ, লোকসভা ভোটের হার মনে করালেন

বস্তুত, ২০২৪ সালের লোকসভা ভোটে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে টিকিট দিয়েছিল বিজেপি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছিলেন। তারপরে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

দিলীপ ঘোষ -- ছবি: ইন্ডিয়া টুডে কনক্লেভদিলীপ ঘোষ -- ছবি: ইন্ডিয়া টুডে কনক্লেভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • দিলীপ ঘোষকে চয়েজ দিতে হবে
  • বর্ধমান-দুর্গাপুরে হেরেছিলেন
  • ঘুরিয়ে ফিরিয়ে মেদিনীপুর কেন্দ্রই চাইছেন

২০২৬-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ যে মেদিনীপুরে প্রার্থী হিসেবে নিজেকে দেখছেন, তা ফের স্পষ্ট করে দিলেন। প্রার্থী হিসেবে এখনও চূড়ান্ত না হলেও, মেদিনীপুরে কার্যত ভোটের প্রচারেই নেমে পড়েছেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। গত ২১ জুলাই খড়গপুরে জনসভাও সেরেছেন।

দিলীপ ঘোষকে চয়েজ দিতে হবে

গত লোকসভা নির্বাচনে হারের প্রসঙ্গ তুলে যেন দলকেও মনে করিয়ে দিলেন, তিনি কোথায় ভোটে দাঁড়াতে চান, সেই চয়েজ না দিলে, খারাপ ফল হতে পারে।  আজ অর্থাত্‍ বুধবার দিলীপ ঘোষের মন্তব্য, 'পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি।'এরপরেই চয়েজের প্রসঙ্গ টেনে দিলীপের বক্তব্য, 'আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দু’বারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন।' 

বর্ধমান-দুর্গাপুরে হেরেছিলেন

বস্তুত, ২০২৪ সালের লোকসভা ভোটে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে টিকিট দিয়েছিল বিজেপি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছিলেন। তারপরে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, তাঁকে দলেরই মধ্যে চক্রান্ত করে বর্ধমান-দুর্গাপুরে টিকিট দেওয়া হয়েছিল। এবং দৃশ্যতই দিলীপের সঙ্গে রাজ্য বিজেপি-র একটি দূরত্ব তৈরি হয়। এমনকী দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপকে সস্ত্রীক দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করছেন। 

ঘুরিয়ে ফিরিয়ে মেদিনীপুর কেন্দ্রই চাইছেন

এহেন পরিস্থিতিতে সম্প্রতি বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হওয়ার পর পরিস্থিতি পাল্টেছে। দিলীপের সঙ্গে শমীক আলাদা করে মিটিং করেছেন। দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর। শমীকের সঙ্গে মিটিংয়ের পরে নতুন উদ্যমে দেখা যাচ্ছে তাঁকে। নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে নিশানা করে চলেছেন। তবে ভোটের টিকিট ইস্যু দিলীপ বারবারই ঘুরিয়ে ফিরেয়ে মেদিনীপুর কেন্দ্র চাইছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement