Advertisement

Howrah Domjur Fire: ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, জ্বলছে ৫ হাজার বর্গফুট এলাকা

বিধ্বংসী আগুন হাওড়ার ডোমজুড়ে। আগুন লেগেছে রাসায়নিক কারখানায়। জ্বলছে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দমকলের ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে। রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন
Aajtak Bangla
  • ডোমজুড়,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 5:14 PM IST


বিধ্বংসী আগুন হাওড়ার ডোমজুড়ে।  আগুন লেগেছে রাসায়নিক কারখানায়। জ্বলছে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দমকলের ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে। রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। 

ডোমজুড়ের উত্তর ঝারার এলাকায় ওএনজিসির কারখানায় এই বিধ্বংসী আগুন লাগে।  সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই কারখানায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাঁচ হাজার বর্গফুট এলাকা ধরে জ্বলছে আগুন। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এলে তবেই বাকিটা বোঝা সম্ভব। 

ডোমজুড়ের একটি ফাঁকা এলাকার মধ্যে ONGC-র রাসায়নিক কারখানায় প্রচুর রাসায়নিক মজুত ছিল। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ, সঙ্গে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা, তাতে কিছুটা হলেও স্বস্তি। নাহলে বড় কোনও বিপদের সম্ভাবনা থাকত। তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর। 

Read more!
Advertisement
Advertisement