Advertisement

ধুলাগড়ে রক্তারক্তি, ট্রাকচালককে কুপিয়ে খুন করল আরেক চালক, CCTV-তে বন্দি

জানা গিয়েছে, তামিলনাড়ুর মাদুরাই থেকে মালবোঝাই করে দুটি ট্রাক কলকাতার উদ্দেশে রওনা দেয় । সেই সময় পথেই দুই ট্রাক চালকের মধ্যেই বচসা হয়। মঙ্গলবার বিকেলে হাওড়ার ধুলাগড়ে দুই ট্রাক চালকের দেখা হয়ে যায়। সেখানেও দুই ট্রাক চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।

ধুলাগড় ট্রাক টার্মিনালে চালককে কুপিয়ে খুন, CCTV-তে বন্দি খুনের ভিডিওধুলাগড় ট্রাক টার্মিনালে চালককে কুপিয়ে খুন, CCTV-তে বন্দি খুনের ভিডিও
Aajtak Bangla
  • ধুলাগড়,
  • 18 Jun 2025,
  • अपडेटेड 1:43 PM IST
  • পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে
  • এই হাড় হিম করা খুনের ভিডিও ধরা পডেছে রাস্তায় লাগানো সিসিটিভি-তে

ট্রাক চালককে কুপিয়ে খুন করল আরেক ট্রাক চালক।  ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনাস অর্থাৎ পাইকারি সবজি বাজারে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রাস্তায় লাগানো সিসিটিভ-তে খুনের ভিডিও ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, তামিলনাড়ুর মাদুরাই থেকে মালবোঝাই করে দুটি ট্রাক কলকাতার উদ্দেশে রওনা দেয় । সেই সময় পথেই দুই ট্রাক চালকের মধ্যেই বচসা হয়। মঙ্গলবার বিকেলে হাওড়ার ধুলাগড়ে দুই ট্রাক চালকের দেখা হয়ে যায়। সেখানেও দুই ট্রাক চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আচমকা এক ট্রাক চালক তাঁর কাছ থেকে একটি ধারাল অস্ত্র বের আরেক ট্রাক চালককে কোপাতে থাকে। গুরুতর জখম হন ওই ট্রাক চালক। তিনিও তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। এই ঘটনা ঘটার পর অভিযুক্ত ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওয়াদুলকে নিয়ে যাওয়া হয় গাববেরিয়া হাসপাতালে। সেখানে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই হাড় হিম করা খুনের ভিডিও ধরা পডেছে রাস্তায় লাগানো সিসিটিভি-তে। এই সিসিটিভি ফুটেজ ধরেই সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের ট্রাকের নম্বর পাওয়া গিয়েছে। সেই নম্বর ধরেই তামিলনাড়ু গিয়েছে হাওড়া সিটি পুলিশের একটি দল।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement