Advertisement

Durgapur Law College: হাইকোর্টের নির্দেশ অমান্য, খোলাই রইল কলেজের ইউনিয়ন রুম

কসবার ল'কলেজে পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার জেরে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ, গোটা রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে। তবে সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে খোলা রইল দুর্গাপুরের সরকারি কলেজে।

দুর্গাপুর কলেজদুর্গাপুর কলেজ
স্বপন কুমার মুখার্জি
  • দুর্গাপুর,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 6:56 PM IST

কসবার ল'কলেজে পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার জেরে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ, গোটা রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে। তবে সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে খোলা রইল দুর্গাপুরের সরকারি কলেজে।

সরকারি কলেজেই মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশ? অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। তবে দলের নেতারা বলছেন, তাঁরা নাকি কোনও সরকারি নির্দেশিকাি হাতে পাননি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার। এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে। 

কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। সেই কার্যালয়েই লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ। সকাল থেকেই খোলা ছিল ছাত্র পরিষদের কার্যালয়। চলে যাবতীয় কাজকর্মও। অভিযোগ দক্ষিণ কলকাতার আইন কলেজের এক ছাত্রীর অভিযোগ, ইউনিয়নের নেতা মনোজিৎ মিশ্র ও তার দুই সহকারী কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। শুধু তাই নয়, নগ্ন ভিডিও তুলে ব্ল্যাকমেলও করা হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুরু হয় বিচার প্রক্রিয়াও। অভিযোগ শুধু গণধর্ষণ নয়, এর আগেও নানা অভিযোগ ছিল এই ছাত্র নেতার বিরুদ্ধে। তবুও ব্যবস্থা নেয়নি পুলিশ।   

আর সেই কারণেই এই ঘটনা সামনে আসার পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ইউনিয়ন নির্বাচন না হওয়া অবধি কলেজের ছাত্র সংসদ বন্ধ রাখার আর্জি নিয়ে আদালতের মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দেয়,  গোটা রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে। তবে সেই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে খোদ সরকারি কলেজের বিরুদ্ধেই।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement