Advertisement

Birbhum News: সিউড়িতে বিদ্যুত্‍ দফতরের কর্মীদের মারধর, ইলেক্ট্রিক বিল আদায় করতে গিয়ে আহত

প্রায় ছয় মাস ধরে বকেয়া ছিল বিদ্যুৎ বিল। আত তা আদায় করতে গিয়ে মারধরের শিকার হলেন বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ি ২ ব্লকের গাঙটে বৈদ্যপাড়া এলাকায়।

সিউড়িতে বিল আদায় করতে গিয়ে মারধরের শিকার, আহত বিদ্যুৎ দফতরের কর্মীরাসিউড়িতে বিল আদায় করতে গিয়ে মারধরের শিকার, আহত বিদ্যুৎ দফতরের কর্মীরা
সুচেতা কোনার
  • সিউড়ি,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 10:11 AM IST

প্রায় ছয় মাস ধরে বকেয়া ছিল বিদ্যুৎ বিল। আত তা আদায় করতে  গিয়ে মারধরের শিকার হলেন বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ি ২ ব্লকের গাঙটে বৈদ্যপাড়া এলাকায়। এই ঘটনায় ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁরা আহত হয়েছেন তাঁরা ঠিকাদার সংস্থার কর্মী। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।

মারধরের ঘটনায়  গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা যোগু বৈদ্য। তিনি দীর্ঘদিন ধরে তাঁর পল্ট্রি ফার্মের ইলেকট্রিক বিল দেননি। তাই এদিন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে যান। সেই সময় মারধর করা হয়। অভিযোগ যোগু বৈদ্য ও তাঁর পরিজনরা বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাঁদেরকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। অন্য দিকে এই ঘটনায় আটক করা হয়ছে অভিযুক্তদের মধ্যে অন্যতম জগু বৈদ্যকে।

ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের  রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার বলেন ,"আহতদের  আমরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছি । ঘটনার অভিযোগ দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" অভিযোগ উঠেছে, বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের  বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। জখম কর্মীদের চিকিৎসা চলছে হাসপাতালে। 

সংবাদদাতাঃ  শান্তনু হাজরা

Read more!
Advertisement
Advertisement