অন্যের নথিপত্রের সঙ্গে নিজের ছবি দিয়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ভারতে বসবাস করছিল এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্ত নেমে পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাগদা থানার পুরদাহ এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম বাসুদেব ঘরামি। ধৃতের বাড়ি বাংলাদেশের ঝিকারগাছা এলাকায়|
বাগদার পুরদহ এলাকার বাসিন্দা গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বাসুদেব ঘরামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক ধৃতকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বছর আটেক আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে ভারতে এসে বসবাস শুরু করে বাসুদেব। পুরদহ এলাকায় বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে সে।
অভিযোগ ওই এলাকারই বাসিন্দা গণেশ ঘরামির নথিপত্র সমস্ত কিছু ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভোটার কার্ড, আধার-সহ একাধিক ডকুমেন্ট তৈরি করেন বাসুদেব। এদিকে, বাসুদেবের নামে কোনও কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ ঘরামির বাড়িতে। এরপরেই সন্দেহ হয় গণেশের। তার নথিপত্র চেক করতে গিয়ে গণেশ জানতে পারেন তার সমস্ত নথি নকল করা হয়েছে। এর পরে তিনি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে যায় আসল তথ্য। জানা যায় আধার, ভোটার, প্যান কার্ডের নাম ঠিকানা সব এক, শুধুমাত্র ছবি আলাদা করা হয়েছিল।
সংবাদদাতাঃ দীপক দেবনাথ