Advertisement

Nandakumar: 'পোশাক খুলে হট নাচুন...', আবদার না মানায় নন্দকুমারে শিল্পীদের 'মারধর'

স্বল্প পোশাকে নাচার দাবি না মেটানোয় শিল্পীদের মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজারে। মহিলা শিল্পীদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

'পোশাক খুলে হট নাচুন...', আবদার না মানায় নন্দকুমারে শিল্পীদের 'মারধর''পোশাক খুলে হট নাচুন...', আবদার না মানায় নন্দকুমারে শিল্পীদের 'মারধর'
Aajtak Bangla
  • নন্দকুমার,
  • 09 Nov 2024,
  • अपडेटेड 3:09 PM IST
  • স্বল্প পোশাকে নাচার দাবি না মেটানোয় শিল্পীদের মারধর করার অভিযোগ
  • ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে

স্বল্প পোশাকে নাচার দাবি না মেটানোয় শিল্পীদের মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজারে। মহিলা শিল্পীদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। যে ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ক্লাবের সদস্য হলেন এই দুজন। যদিও সমস্ত অশ্লীল নাচ করার দাবির অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাবের তরফে।

শুক্রবার রাতে নন্দকুমার এলাকার একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ক্লাবের কয়েক জন সদস্য মহিলা শিল্পীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। তাঁদের ২ ঘণ্টার বদলে জোর করে ৫ ঘণ্টা থাকতে বাধ্য করা হয়েছে। এছাডা়ও স্বল্প পোশাকে অশ্লীল নাচ করার দাবি জানানো হয়। তাতে রাজি না হওয়ায় গালিগালাজ ও মারধর করা হয়। শুধু তাই নয়, শিল্পীদের আটকে রাখা হয় বলেও অভিযোগ। শিল্পীরা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানান। তার পর সংগঠনের লোকেরা নন্দকুমার থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিল্পীদের উদ্ধার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ক্লাবের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অশ্লীল নাচের দাবি করার অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ।  তাদের পাল্টা অভিযোগ, যা কথা হয়েছিল তা চেয়ে কম সময় অনুষ্ঠান করার জন্য পেমেন্ট নিয়েই ঝামেলা হয়েছে। বরং নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙে গিয়েছে। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনাকে অন্য দিকে ঘুরিয়ে প্রচার পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন

এক শিল্পী বলেন, 'তিন ঘণ্টা অনুষ্ঠান করার ছিল। কিন্তু জোর করে ৫ ঘণ্টা আমাদের আটকে রাখা হয়েছিল। আমাদের অশ্লীল নাচ করার জন্য জোর করতে থাকে। একে বলে হট নাচ। রাজি না হওয়ায় আমাদের গালিগালাজ ও মারধর করে। মহিলা শিল্পীদেরও ছাড় দেওয়া হয়নি। পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement