Advertisement

Amit Malviya: কয়েকশো সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে? 'ফেক খবর' ছড়ানোর দায়ে BJP-র অমিত মালব্যর বিরুদ্ধে মুর্শিদাবাদে FIR

মুর্শিদাবাদের বহরমপুরে সরস্বতীর মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর সেই কারণে তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

অমিত মালব্যঅমিত মালব্য
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 10 Feb 2024,
  • अपडेटेड 12:52 PM IST
  • বহরমপুর থানায় BjP এটি সেলের প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে FIR
  • মালব্যের বিরুদ্ধে তৃণমূল সমর্থক দেবাশিস ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছেন

মুর্শিদাবাদের বহরমপুর থানায় BjP এটি সেলের প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরে সরস্বতীর মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর সেই কারণে তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মালব্যের বিরুদ্ধে তৃণমূল সমর্থক দেবাশিস ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছেন। আইপিসি-র 153/153A এবং 505 ধারার অধীনে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে।

কয়েক দিন আগে একটি ঘটনা সম্পর্কে টুইট করেছিলেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, '১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজো। পুজোর কয়েকদিন আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী এলাকা পশ্চিমবঙ্গের বহরমপুরে মা সরস্বতীর কয়েকশো মূর্তি ভাঙচুর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ থাকলেও রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে প্রতিযোগিতামূলক তুষ্টি দেখছে। এর আগে টিএমসি স্কুলগুলিতে সরস্বতী পুজো বন্ধ করেছিল। বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির ধাক্কা সহ্য করে চলেছে।'

অমিত মালব্যের পোস্ট নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে পুলিশের তরফে গোটা ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশ এক্স হ্যান্ডেলে জানায়, 'কয়েকদিন আগে বহরমপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চলছে নির্দিষ্ট মহল থেকে। রাস্তার ধারে তিন মাতালের মধ্যে ঝগড়ার জেরে পাশে রাখা মা সরস্বতীর কয়েকটি মূর্তি নষ্ট হয়ে যায়। এর জন্য দায়ী তিন ব্যক্তিকে একটি সুনির্দিষ্ট মামলায় স্থানীয় পুলিশ দ্রুত গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় যারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Read more!
Advertisement
Advertisement