Advertisement

Train Incident: ডায়মন্ড হারবার লোকালে আগুনের ফুলকি, বন্ধ শিয়ালদা দক্ষিণগামী শাখায় ট্রেন চলাচল

রবিবার দুপুরে বন্ধ হয়ে গেল শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তিতে পড়তে হল যাত্রীদের। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখা যায়। তাতেই সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরপরেই শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া যায়। রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায়। এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে ওই লাইনে।

Train Incident
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 2:14 PM IST

 রবিবার দুপুরে বন্ধ হয়ে গেল শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তিতে পড়তে হল যাত্রীদের। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখা যায়। তাতেই সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরপরেই শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া যায়। রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায়। এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে ওই লাইনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা বেজে ২১ মিনিটে সুভাষগ্রাম স্টেশনে ঢোকে ডাউন ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি ঢোকে। স্টেশন ছাড়ার আগেই আগুন চোখে পড়ে। যাত্রীরা জানিয়েছেন, আগুনের ফুলকি চোখে পড়ে তাঁদের। ধোঁয়া বেরোতে শুরু করে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় দেন। ট্রেন থেকে নামতে শুরু হয় ঠেলাঠেলি। প্ল্যাটফর্ম থেকেই অনেকে চিৎকার শুরু করলে তা নজরে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের। মুহূর্তে ডায়মন্ড হারবার লোকালের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সুভাষগ্রাম স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওই স্টেশনে।

 আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা, কাকদ্বীপগামী ট্রেন চলছে না। যদিও খানিকক্ষণের মধ্যে আগুন নিভে যায়। তবে কী কারণে চাকার উপরের দিকে আগুনের ফুলকি দেখা গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক গোলযোগ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে রেল আধিকারিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্তারা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement