Advertisement

Fire At Kharagpur IIT: খড়গপুর আইআইটিতে আগুন, কমনরুমে ছাই পড়ুয়াদের জিনিসপত্র

খড়গপুর আইআইটি-তে আগুন। গভীর রাতে ক্যাম্পাসের কমনরুমে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গেছে কমনরুমে রাখা সমস্ত কিছু।

খড়গপুর আইআইটিতে আগুন
Aajtak Bangla
  • খড়গপুর,
  • 02 Jul 2023,
  • अपडेटेड 10:40 AM IST
  • রাত তিনটে নাগাদ হঠাৎই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমের স্টোররুমে আগুন লেগে যায়
  • খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন আসে

খড়গপুর আইআইটি-তে আগুন। গভীর রাতে ক্যাম্পাসের কমনরুমে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গেছে কমনরুমে রাখা সমস্ত কিছু। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ হঠাৎই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমের স্টোররুমে আগুন লেগে যায়। ছাত্রদের বেডিং-সহ নানা জিনিসপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর যায় দমকলে। খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন আসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন। কমনরুমে ভিতরে থাকা প্রত্যেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

খড়গপুরের ডিভিশনাল ফায়ার অফিসার বামকুমার চৌধুরী জানিয়েছে, খড়গপুর আইআইটির এলবিএস হলের স্টোর রুমে আগুন লেগেছিল। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কোনও হতাহতের খবর নেই। এদিকে স্টোররুমে কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement