Advertisement

Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে বহুরূপী, 'মা তারা'কে দেখে সেলফির হুজুগ

গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের 'তারা মা' রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী।

গঙ্গাসাগর মেলা ২০২৫গঙ্গাসাগর মেলা ২০২৫
বিশাল দাস
  • কলকাতা ,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 8:47 PM IST

গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের কালী মায়ের দর্শন মিলতে পারে পুণ্যার্থীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত থেকে শুরু করে পূণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন গঙ্গাসাগরে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করবেন পুণ্যার্থীরা।মোক্ষলাভের আশায় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ভিড় জমান। সেখানেই দর্শন মিলল তারা মায়ের। আসলে বহুরূপী। যা বাংলা থেকে গায়েব হয়ে গিয়েছে।   

গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের 'তারা মা' রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী। গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি ভিনরাজ্যের পুণ্যার্থীরা। তারা মা-র সঙ্গে নিজস্বীও তুলছেন।পুণ্যার্থীদের প্রণামীতে রুজি রুটি চলছে শান্তি গোস্বামীর।

বহুরূপী শান্তি গোস্বামী জানান,'আমি এলাকায় ছোট্ট একটি আশ্রম চালাই। আর সেই আশ্রম চালানোর জন্য এই বহুরূপীর সাজ। বিভিন্ন মেলায় বহুরূপী সেজে যে যৎসামান্য প্রণামী পায় তাতেই চলে আমাদের আশ্রম। আশ্রম চালানোর খরচ জগতে তারাপীঠের মা তারা রূপে বহুরূপী সেজে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে হাজির হয়েছি'।

এক পুণ্যার্থী বলেন,'গঙ্গাসাগরে এসে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের তারা মা দর্শন পাব বলে কোনওদিন ভাবিনি। আমাদের খুব ভালো লাগছে। ওঁর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই'।

Read more!
Advertisement
Advertisement