
ট্রেন-যাত্রার আলাপেই বাজিমাত! শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছলেন স্বয়ং রাজ্যপাল। নির্ধারিত কর্মসূচি সেরে আচমকাই ওই হাইস্কুলে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্কুলে তখন রাজ্যপালকে দেখে রীতিমতো হইহই ব্যাপার। রাজ্যপাল এসে সকলের সঙ্গে কথা বলেন, একটু ভাষণও দেন। স্কুলের উন্নয়নে রাজ্যপালের তহবিল থেকে দু'লক্ষ টাকার অনুদান তুলে দেন স্কুল কর্তৃপক্ষের হাতে।
মঙ্গলবার রাজ্যপাল ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে মুর্শিদাবাদে যান। সোমবার গিয়েছিলেন হাকিমপুরে। ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি, বাংলাদেশিদের পুশব্যাক সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট দেবেন স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই সূত্রেই তাঁর মঙ্গলবার মুর্শিদাবাদে যাওয়া। রানাঘাট থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুরে পৌঁছন তিনি। তাঁর সহযাত্রী ছিলেন জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষিকা চন্দ্রানী হালদার। প্রথমে আসন নিয়ে কথার সূত্রপাত। তারপর কথায় কথায় উঠে আসে স্কুলের প্রসঙ্গ।
কলকাতা থেকে ট্রেনে আসতে গিয়ে আলাপ। আর সেই আলাপেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সটান নিজেদের স্কুলে আমন্ত্রণ জানিয়েছিলেন জিয়াগঞ্জের ওই শিক্ষিকা। সৌজন্যে ভরা সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপালও তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এস এন হাই স্কুলে। সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যও ঘোষণা করেন তিনি।
কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ যাচ্ছিলেন এস এন হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী হিসেবে আলাপ হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। আলাপচারিতার এক ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তাঁর বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যপালের দফতর সূত্রে খবর, চন্দ্রানীদেবীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েই, জিয়াগঞ্জে তাঁর পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচির পরে, আচমকা পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে।
স্কুলে রাজ্যপালের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয় উৎসাহের পরিবেশ। শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন। এর পাশাপাশি, স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই দু'লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন।
রিপোর্টারঃ সব্যসাচী বন্দ্যোপাধ্যায়