Advertisement

Shrirampur News: 'বেশিদিন শ্রীরামপুর থাকবে না...', কেন একথা বললেন বিজেপি সাংসদ?

গত ৪ অক্টোবর টানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে । তাতে বহু পাহাড়বাসীর মৃত্যু হয়। ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের ঘটনা প্রায়শই পাওয়া যায়। এবার শ্রীরামপুর নিয়েও সেই আশঙ্কার কথা শোনা গেল বিজেপি সাংসদরের মুখে। যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশিদিন শ্রীরামপুর থাকবে না। নদীর পাড় ভাঙা নিয়ে এমনি বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ টিগ্গা।

শ্রীরামপুর নিয়ে আশঙ্কা বিজেপি MP  মুখেশ্রীরামপুর নিয়ে আশঙ্কা বিজেপি MP মুখে
বিশাল দাস
  • শ্রীরামপুর,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 1:31 PM IST

গত ৪ অক্টোবর টানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে । তাতে বহু পাহাড়বাসীর মৃত্যু হয়।  ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের ঘটনা প্রায়শই পাওয়া যায়। এবার শ্রীরামপুর নিয়েও সেই আশঙ্কার কথা শোনা গেল বিজেপি সাংসদরের মুখে। যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশিদিন শ্রীরামপুর থাকবে না। নদীর পাড় ভাঙা নিয়ে এমনি বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ টিগ্গা।

প্রসঙ্গত, হুগলির শ্রীরামপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মাহেশ নেহেরু নগর কলোনির এলাকার গঙ্গার পাড়ে কয়েকদিন আগে রাস্তায় ধস নামে। যা নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়। নদী পাড় ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বিজেপি সাংসদ বলেন, যেভাবে এলাকায় ধস নামছে তাতে করে বেশিদিন শ্রীরামপুর থাকবে না। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গা সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলোকে ঠিক ভাবে ব্যবহার করছে না। এক খাতের টাকা আরেক খাতে খরচ করছে। 

শনিবার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ধসে ক্ষতিগ্রস্থ এলাকা ও রাস্তাটি ঘুরে দেখেন। তিনি বলেন- যেভাবে এলাকায় ঝস নামছে তাতে করে বেশিদিন শ্রীরামপুর থাকবে না। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গা সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার সেই টাকা গুলোকে ঠিক ভাবে ব্যবহার করছে না। এক খাতের টাকা আরেক খাতে খরচ করছে। এখানে যা হচ্ছে তাতে করে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।  সেদিকে সরকারের নজর নেই। এখানকার যিনি সাংসদ রয়েছেন তাঁর এখানকার সমস্যা সমাধান করার মত তাঁর সময় নেই। তিনি এলাকাবাসীদের আশ্বাস দিয়ে বলেন, কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রীকে গিয়ে শ্রীরামপুরের কথা বলব।

শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন,  শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় ধসের জায়গা মেরামতের জন্য মানস ভুঁইয়াকে বলেছিলেন। রাজ্য সেচ দফতরের পক্ষ থেকে ধসে যাওয়া রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। মনোজ টিগ্গার যদি এত দয়া হয় তিনি পোর্ট ট্রাস্টকে বলুন গঙ্গার পলি তুলতে। শুধু নেহেরু নগর না শ্রীরামপুর পুর এলাকার গঙ্গার পার বরাবরও ধসের আতঙ্ক দেখা দিয়েছে। পোর্ট ট্রাস্টকে একাধিকবার বলা হয়েছে ব্যবস্থা নিতে, কিন্তু কোনও কাজ হয়নি।

Advertisement

সংবাদদাতা- রাহি হালদার
 

Read more!
Advertisement
Advertisement