
টেকনিক্যাল সমস্যার জেরে ভোটের কাজে দেরি হচ্ছে। অভিযোগ, ব্লক অফিসে ডেকে নিয়ে BLO দের দিয়ে অনলাইন তথ্য আপডেট করানোর সময় বারবার সার্ভার বসে যাচ্ছে। শারীরিক অসুস্থতা নিয়েও দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে অনেককে। সেই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ভেঙে পড়লেন এক মহিলা BLO। বাড়ি ফিরে হাউমাউ করে কাঁদতে থাকা তাঁর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনিমেষ হালদার নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি প্রথম ভাইরাল হয়।
ঘটনাটি হুগলির পান্ডুয়া ব্লকের বাঁটিকা বৈচী গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার স্কুলশিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায় ৪১ নম্বর বুথে BLO হিসেবে কর্মরত। সুমিতাদেবীর অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিয়মিত কাজ করছেন। ইতিমধ্যেই প্রায় তিনশো জনের তথ্য অনলাইনে আপডেট করেছেন। তবু তাঁকে ব্লক অফিসে ডেকে নিয়ে আবার অনলাইনে এন্ট্রি করতে বলা হয়েছিল। সেখানে সার্ভার সমস্যা এতটাই প্রবল ছিল যে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বসে থেকেও কাজ করা যায়নি। কারও কাছ থেকে কোনও সমাধানও মেলেনি। ওই সময় কিছু খেতেও পারেননি বলে দাবি তাঁর। ক্রমে শরীর খারাপ হতে থাকে এবং মনে হচ্ছিল তিনি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। সহকর্মী BLO সঙ্গে না থাকলে বড় বিপদ হতে পারত বলেও জানান তিনি।
তাঁর কথায়, নির্বাচন কমিশনের কাজের পরিকল্পনায় ঘাটতি রয়েছে। একের পর এক সিদ্ধান্ত বদলানো হচ্ছে। গোটা মাঠের কাজ BLO দের ওপরেই পড়ে, অথচ তাঁদের সমস্যা কেউ দেখছে না। একই অবস্থার শিকার আরও অনেকে হয়েছেন বলে দাবি সুমিতার।
সুমিতার স্বামী বিশ্বজিৎ ঘোষ জানান, বাড়ি ফিরে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয়েছিল। খাবার এবং ওষুধ খাইয়ে স্থিতি ফিরিয়ে আনতে হয়। পোর্টালের সার্ভার না চলার দায় তাঁর স্ত্রীর ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষক-শিক্ষাকর্মী BLO ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার বলেন, তিনশো ডাটা এন্ট্রি করার পরও তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজ্যজুড়ে BLO দের ওপর যেভাবে চাপ তৈরি করে কাজ করানো হচ্ছে, তাতে বহু লোক অসুস্থ হয়ে পড়ছেন। পরিকল্পনাহীনভাবে অল্প সময়ে বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। নির্বাচনী কমিশনকে লিখিত অভিযোগ পাঠানোর প্রস্তুতিও চলছে।
ঘটনা নিয়ে পান্ডুয়া ব্লক প্রশাসন মন্তব্য করতে চাননি। তবে নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রাথমিক রিপোর্টে সুমিতা মুখার্জিকে কম পারফর্মিং BLO হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাঁদের কাজের অগ্রগতি কম, তাঁদের ব্লক অফিসে ডেকে অ্যাপ ব্যবহারে সাহায্য করা হচ্ছে। সুমিতাকেও সেই কারণে ডাকা হয়েছিল। শারীরিক অসুস্থতার কথা জানা গেলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।
রিপোর্টার- রাহি হালদার