Advertisement

Saugata Roy: ২০২৬ সালে কটা আসন পাচ্ছে TMC? BJP-র বাংলা দখলের হুঙ্কারের মাঝেই জানালেন সৌগত

প্রায় ২৭ বছর পর রাজধানী দিল্লি বিজেপির দখলে আসার পর বিজেপি নেতারা এবার বলছেন, দিল্লির পর বাংলা দখল করে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করবে। আর তা নিয়েই বিজেপি নেতাদের কটাক্ষ করে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। সাংসদ ব্যারাকপুরে বললেন, বিজেপি নেতারা দিবা স্বপ্ন দেখছে। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২০০ বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি।

 সৌগত রায় সৌগত রায়
স্বপন কুমার মুখার্জি
  • ব্যারাকপুর,
  • 10 Feb 2025,
  • अपडेटेड 11:56 AM IST

প্রায় ২৭ বছর পর রাজধানী দিল্লি বিজেপির দখলে আসার পর বিজেপি নেতারা এবার বলছেন, দিল্লির পর বাংলা দখল করে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করবে। আর তা নিয়েই বিজেপি নেতাদের কটাক্ষ করে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। সাংসদ ব্যারাকপুরে বললেন, বিজেপি নেতারা দিবা স্বপ্ন দেখছে। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২০০ বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি।

একই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। দিল্লি বিধানসভা ২৭ বছর পর দখলের পর বিজেপি নেতারা এবার পশ্চিমবঙ্গ দখল করার ডাক দিয়েছেন। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, গেরুয়া নেতারা স্বপ্ন দেখছেন। তিনি এর পাশাপাশি দাবি করেন, গতবারের থেকেও বেশি ভোট এবং আসন পেয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের নিরিখে। 

প্রসঙ্গত, ভোটের রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটেছিল উল্কার মতো। ২০১৩ সালে নয়াদিল্লি আসনে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল ২০২৫ সালে। হেরে গেলেন 'হাইপ্রোফাইল' প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে তাঁকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা। ২০১৩ সালে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র জিতে ভোট রাজনীতিতে চমক দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর ২০১৫ এবং ২০২০ সালে নয়াদিল্লিতেই বিশাল ব্যবধানে জেতেন। আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির দুর্গেই আঘাত হানলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির পরজয় নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে। মা সরস্বতীর অপমান দেখে দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। বিহার ফের জিতব। আর আসাম তো জিতেই আছে। আমাদের একমাত্র লক্ষ্য আপ গেছে এবার মমতা পাপকে বিদায় করা।

Advertisement

সংবাদদাতাঃ দীপক দেবনাথ
 

Read more!
Advertisement
Advertisement